Home রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন-নগদ অর্থ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হঠাৎ পাড়ায় আবদুস সালামের বসতবাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ১০ বান্ডিল ঢেউটিন, নগদ ৩৪ হাজার ৫’শ টাকা ও কম্বল প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনু-ষ্ঠানে আবদুস সালামের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা ও উপজেলা সমাজসেবা কর্ম কর্তা কাঞ্চন কুমার দাসসহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, তেল ও আটাসহ নগদ অর্থ প্রদান করা হয়। গত ২ ডিসেম্বর রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্নাঘর থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে ৮টি ঘর, নগদ ২ লাখ ৭২ হাজার টাকা, ১৩ মণ ধান, দুটি ছাগল, একটি গরু, ২৩টি কবুতরসহ বাড়ি-ঘরের আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়।