চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালমারা ও তেলকুপি সীমান্তে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও নগদ অর্থ উদ্ধারসহ ২জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯বিজিবি সদস্যরা। বিজিবি কর্তৃক শিয়ালমারা সীমান্তে আসামীসহ ইয়াবা, হেরোইন, বাংলাদেশী নগদ টাকা, বাটন মোবাইল ফোন এবং সীম কার্ড আটক প্রসংগে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ জুন বিকেলে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে অভিযান চালায়।
এসময় শিবগঞ্জ উপজেলার আড়গরার হাট গাজীপুরের মোঃ নাসির উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩২) ও ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়ার বড়গাছি বাজার এলাকার আয়নাল হক’র ছেলে মোঃ গোলাপ (৩৮)। এসময় ২৫ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, বাংলাদেশী নগদ ১২,৭০০/- টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার হয়, যার সিজার মূল্য-২৬ হাজার ৬’শ টাকা।
অন্যদিকে, ২৫ জুন আনুমানিক রাত ৪টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় তেলকুপি মাঠ নামক স্থানে ৪ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ৩টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
টহল দল তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-১ লক্ষ ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।