চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

0
136
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আবদুস সালাম।
ভিডিও চিত্রের মাধ্যমে জন্ম ও মৃত্যু সম্পর্কিত সামগ্রিক তথ্য তুলে ধরেন জেলার স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক জাকিউল ইসলাম।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, ইউনিসেফ’র শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা জেসমিন হোসেনসহ অন্যরা।
শেষে ৪ শ্রেষ্ঠ নিবন্ধক ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here