শিশুর সুন্দর জীবনের লক্ষ‌্যে কাজ করছে সরকার- প্রধানমন্ত্রী

0
198

দেশের প্রতিটি শিশুর সুন্দর জীবনের লক্ষ‌্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রবিবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনায় সভা এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, আমার একটাই লক্ষ‌্য জাতির পিতা এই দেশ স্বাধীন করেছেন। ত্রিশ রাখ শহীদ জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন সম্ভম হারিয়েছেন। এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষ পাবে। প্রতিটি শিশু লেখাপড়া শিখে আগামী দিনে দেশের কর্ণধার হবে। সুন্দরভাবে বাঁচবে সেই লক্ষ‌্য নিয়ে কাজ করে যাচ্ছি।

তিনি আশাবাদ ব‌্যক্ত করে বলেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে। মানুষকে সেবা করতে, নিজেকে যোগ‌্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে।

এ সময় করোনার কারণে স্কুলে যেতে না পারলেও ঘরে বসে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে শিশু-কিশোরদের প্রতি পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকদের অনুরোধ করবো তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। (বাসাস)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here