৪৫ কেজি গাঁজাসহ আটক এক

0
83

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পিকআপে করে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রী-পুর (পুরানপুর) গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সুমন আলী (৩৫)।

র‌্যাব জানায়, ১৮ আগস্ট বিকেলে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর এলাকায় অভি-যান চালায়। এসময় মোঃ সুমন আলী কে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ১টি পিকআপ সহ গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত।

সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে।

গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজারাম পুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপসহ আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here