৫৯ বিজিবি’র বিলভাতিয়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

0
96

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে জেলার বিলভাতিয়া সীমান্ত থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৬ জুন আনুমানিক রাত সোয়া ২টার দিকে বিলভাতিয়া বিওপির হাবিলদার মোঃ আফসার উদ্দিন শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৯ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতিয়া বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

যার মূল্য ৭৬ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here