Home অপরাধ জগত ৫৯ বিজিবি’র শিবগঞ্জ সীমান্তে হিরোইনসহ বিভিন্ন মাদক উদ্ধার !
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২টি সীমান্তে পৃথক অভিযানে হেরোইনসহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের আজমতপুর ও চকপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.আমীর হোসেন মোল্লা পিএসসি মাদক উদ্ধা-রের সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চকপাড়া বিওপির একটি অভি যানিক দল (১৯ মে) বুধবার গভীর রাতে সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলা-দেশের অভ্যন্তরে নামোচকপাড়ায় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অপরদিকে, একই দিন আজমতপুর বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৮১/৩- এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া থেকে মালিকবিহিন ৩’শ পিস ইয়াবা ও ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা। ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।