চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৮ জুলাই আনুমানিক ০০১০ ঘটিকায় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ পারকার সাজ্জাদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৬- এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়।
এসময় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর গ্রামের কেরামত আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫)কে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। অভিযানকালে পরিচালনাকালে (১) মোঃ ওমর ফারুক (২৮), পিতা-মামুনুর রশিদ, গ্রাম- বালিয়াদিঘী (২) মোঃ মনিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ শুকুর উদ্দিন (শুকু), গ্রাম-কয়লাবাড়ী, উভয়ের ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়।
আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-২৬ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিলসহ আটক এবং পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।