চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার চৌকা ও বিলভাতিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী মদ ও ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। এসময় একটি বাইসাইকেল জব্দ করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টি নিশ্চিত করে প্রেসনোটে জানান, বিএসবি তথ্যের ভিত্তিতে ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতরশিয়া নামক স্থানে অভিযান পরি-চালনা করে মালিকবিহীন ১৫৯২ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ১টি বাই-সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত পাতার বিড়ি এবং বাই-সাইকেল এর সিজার মূল্য-৪৯ হাজার ৮’শ টাকা।
এছাড়া, ২৫ আগস্ট আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিলভাতিয়া বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৩- এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী মাষ্টার পাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭৩ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
আটককৃত বিদেশী মদ এর সিজার মূল্য-১ লক্ষ ৯ হাজার ৫’শ টাকা। আটককৃত পাতার বিড়ি ও বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।