৯৪তম অস্কার বিজয়ী হলেন যারা !

0
69

আজ সকাল ৬টায় শুরু হয় হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার প্রদান অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

করোনা সংকটের কারণে দীর্ঘ তিন বছর পর লালগালিচা মাড়িয়ে মিলনায়তনে প্রবেশ করেন তারকারা। অস্কারের ৯৪তম আসরের বিজয়ীদের তালিকা

সেরা চলচ্চিত্র: কোডা
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেন (দ্য আইজ অব টেমি ফে)
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার
সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কাটসার (কোডা)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডেবোস (ওয়েস্ট সাইট স্টোরি)
সেরা রূপ ও চুলসজ্জা: দ্য আইজ অব টেমি ফে
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন, (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনকান্টো
সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সোল
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
সেরা শব্দ: ডুন
সেরা সম্পাদনা: জো ওয়াকার (ডুন)
সেরা চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রাসার (ডুন)
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন
সেরা পোশাক পরিকল্পনা: জেনি বেভান (ক্রুয়েলা)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here