আবার কলকাতায় অপু বিশ্বাস !

0
143

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আবার কলকাতায় উড়াল দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) ছেলে জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।

গতকাল তাকে আবার দেখা গেল বিমানবন্দরে।শুক্রবার (২৮ জুলাই) ঢাকার হজরত শাহজালাল আন্ত-র্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন পরিচালক বন্ধন বিশ্বাস।

ক্যাপশনে লিখেছেন, ‘দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে…।বুঝতে আর বাকি রইল না, কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাদের সেখানে যাওয়া।কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি ছবিটি।

সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে।এদিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার সিনেমাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রথম প্রযোজিত ছবি লাল শাড়ি দেখার আহ্বান জানিয়েছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে লাল শাড়ি প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here