আগামী ‘মে থেকে জুন’ মধ‌্যে আসছে সাড়ে ৪ কোটি মানুষের টিকা !

0
227
আগামী বছরের মে থেকে জুন মাসের মধ‌্যে বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষের জন্য টিকা আসবে। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য ৩ কোটি টিকা আসবে। আজ সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে। এজন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে।
ভ্যাকসিন দেওয়ার জন্য যেসব জিনিস ব্যবহার হবে, সেগুলো কীভাবে ডিসপোজাল করা হবে, সেই ট্রেনিং দেওয়া হচ্ছে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করে টিকা দেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here