‘এক ফোঁটা শিশির’

0
792

এক ফোঁটা শিশিরের গল্প লিখব,
যে জলবৃন্ত শাখের সখি:
ক্ষণ বিন্দু-বারী, একেঁ ছিল-
তৃণের, হৃদয়ে মরিচিকার রাখি।।

প্রভাত আলোর মুক্ত-মালা,
ছিল যার জীবন-পদ-আশা;
সময়ের বাকেঁ, বেদিনের ডাকে-
অগ্নিগর্ভে,  হারালো সে ভাষা।।

রাজ-রাজন, মহৎ-মহাজন,
হাসিঁ উঠিল সবে—;
হিরা-মুক্তা-মানিকের নামে
মেকির সাজন হবেই, হবে!!

অধির নিরালায় নির্বাক তৃণলতা,
জীবনে বেদনার আখঁর মাখি;
-ধুঁধুঁরিয়া বুঁকে- নিল
সারা জীবনের কাঁন্না আকিঁ।।

অনিন্দন আশা যার- জলস সভায়
– তৃষ্ণা জগানিয়া প্রাণ;
স্মৃতির চয়ণে এতটুকুন বরিষণ ছিল
তৃণলতার জীবনে-এক মহার্ঘঃ দান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here