ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি অরোরার। সেই অঞ্জলি অরোরার নাম এবার জড়াল এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় নাকি অঞ্জলিকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। এমনই খবর শোনা যাচ্ছে। তাতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন অঞ্জলি। জনপ্রিয়তা পান, ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানে নেচে। এরপরই অঞ্জলির ভাগ্যের দরজা খুলে যায়। কঙ্গনা রানাউত সঞ্চালিত শো লক-আপে নজর কাড়েন তিনি। সেখানে আরেক প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বেশ চর্চা হয়।
সম্প্রতি ‘সারেগামাপা’-এর মিউজিক ভিডিও ‘সাঁইয়া দিল মে আনা রে’তে দেখা গিয়েছে অঞ্জলিকে। এর মধ্যেই অঞ্জলির এমএমএস ভিডিও লিক হওয়ার খবর শোনা যায়। ভিডিওয় নাকি পুরুষ সঙ্গীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অঞ্জলির মতো দেখতে এক মহিলাকে দেখা গিয়েছে। তাতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
টুইটারে এক পক্ষের দাবি, ভিডিওটি অঞ্জলির এবং তা নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ, মশকরার পালাও শুরু হয়ে গিয়েছে। অঞ্জলির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন অনেকে। তাঁদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি মোটেও অঞ্জলির নয়। বরং তা অঞ্জলির মতো দেখতে কোনও মহিলার। এর সঙ্গে সোশ্যাল মিডিয়া স্টারের কোনও সম্পর্ক নেই।
এ বিষয়ে এখনও কোনও অঞ্জলির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং বুধবার নিজের এক কোটির বেশি ফলোয়ারের জন্য মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি।