আল আমিনের ৮ সপ্তাহের আগাম জামিন

0
117

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আল আমিনের পক্ষে জামিনের বিষয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব। আল আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের জামিনের বিষয়টি জানান।

সোমবার (৫ সেপ্টেম্বর) আল আমিনের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম। ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের যৌতুক দাবি ও নির্যাতনের মামলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here