আমি কখনওই বিবাহিত পুরুষে আকৃষ্ট নই-আয়েষা ওমর

0
41

শোয়েব মালিক ও আয়েষা ওমরের সম্পর্ক নিয়ে উত্তাল পাকিস্তান। একসময়ে খবর রটেছিল পাকিস্তানি অভিনেত্রী আয়েষার জন্যই সম্পর্কে ভাঙন ধরেছে প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক ও সানিয়া মির্জার। কিন্তু এতদিন চুপ করে ছিলেন বিতর্কিত আয়েষা। টুঁ শব্দটি করেননি।

কিন্তু শোয়েব আখতারের সঞ্চালনায় একটি চ্যাট শোয়ে এসে আয়েষা খুল্লমখুল্লা সত্যিটা জানিয়েছেন। শোয়েব আখতার পাকিস্তানের অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তাঁর ও শোয়েব মালিকের সম্পর্ক নিয়ে। আয়েষা সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন, ”আমি কখনওই বিবাহিত কোনও পুরুষকে দেখে আকৃষ্ট হইনি। সবাই আমাকে জানেন। এটা বলার অপেক্ষা রাখে না।

একটি ফোটোশুটে শোয়েব ও আয়েষার ছবি নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে আয়েষা বলেন, গুজব প্রথমে ছড়িয়েছিল ভারতের মিডিয়া। এবং সেটা ক্লিকবেইট। পরে পাকিস্তানি মিডিয়া সেই খবর প্রচার করে। আয়েষা জানিয়েছেন, এই ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here