বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অসৎ ব্যবসায়ী দের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করলেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, দেশে কোনও সিন্ডিকেট আছে, এটা আমি মনে করি না। আমি সিন্ডিকেট শব্দের সঙ্গে অভ্যস্ত নই।
তবে, কিছু অসৎ ব্যবসায়ী অতি মুনাফার লোভে বিভিন্ন পণ্যমজুত করে অতিরিক্ত মুনাফা করেন। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। এটা বন্ধ করতে যা যা প্রয়োজন করা হবে।
কোনও কারসাজি করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্যে মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।