চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে এই প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল- ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, পরিবার পরিকল্পনা অধি-দপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. আব্দুস সালাম, আরডিসি ও আশ্রয়ণ-২ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ অন্যরা। এসময় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মশালায় প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয় প্রশিক্ষণ অনুষ্ঠানে।