চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপ জেলা হতে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব-৫।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিনোদ নগর আড়গাড়া এলাকা হতে ২টি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি-শিবগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের মোঃ আজি জুল হকের ছেলে রনি আহম্মদ (১৬)। এসময় একটি অটোভ্যান, একটি মোবাইলও জব্দ করে র্যাব।
এক প্রেসনোটে অস্ত্রসহ রনি আহম্মেদকে আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।
তাকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।