‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে ৯৬ শতাংশ উপস্থিতি !

0
407
ইবি প্রতিনিধি: সমন্বিত ভর্তি পরীক্ষার আওতায় ইসলামী বিশ্ববিদ্যা- লয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মান-বিক অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত  এ পরীক্ষা চলে। এতে প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মোট ৬টি একাডেমিক ভবনে এই ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় পাঁচ হাজার ৬৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এই কেন্দ্রে পাঁচ হাজার ৯২০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন বলে জানা গেছে৷ ফলে পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ৯৪ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা নিয়ে ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘কোন প্রকার কমপ্লিন ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here