বাবার বিরুদ্ধে মেয়ের দেনমোহরের টাকা আত্মসাতের অভিযোগ

0
181
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের কালীগঞ্জে মেয়ের দেনমোহরের টাকা আত্ম-সাতের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই টাকা উদ্ধারে মেয়ে রোকসানা বেগম তার বাবা রহমত আলীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে তা নেয়নি পুলিশ এমন অভিযোগ রোকসানা বেগমের।
তবে পুলিশ বলছে, রোকসানা বেগম তার বাবার বিরুদ্ধে একই অভিযোগ আগেও করছেন। তখন ওই অভিযোগ গ্রহণ করে তদন্ত করা হয়েছে। তারা একই অভিযোগ বারবার দায়েরের চেষ্টা করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই উপজেলার খালিশা মদাতী এলাকার রহমত আলীর মেয়ে রোকসানা বেগমের সাথে ২০১১ সালে একই উপজেলার শ্রীখাতা বালাপাড়া এলাকার ইছোব আলীর বিয়ে হয়। ২০১৩ সালের ১১ আগস্ট তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই সময় ইছোব আলী বিয়ের দেনমোহর বাবদ ১ লাখ ৬০ হাজার টাকা সালিশ বৈঠকের মাধ্যমে রোকসানার বাবা রহমত আলীর কাছে দেন।
বিচ্ছেদের ২ মাস পর ইছোব-রোকসানা আবারও বিয়ে করে নতুন ভাবে সংসার জীবন শুরু করেন। সম্প্রতি রোকসানা বেগম তার দেন মোহরের টাকা তার বাবা রহমত আলীর কাছে ফেরত চাইলে এ নিয়ে পিতা-মেয়ের দ্বন্দ্ব শুরু হয়।
গত ১০ ডিসেম্বর ওই টাকা উদ্ধারে মা মনজিলা বেগমকে সাথে নিয়ে কালীগঞ্জ থানায় পিতার বিরুদ্ধে অভিযোগ করতে যান রোকসানা বেগম। কিন্তু রোকসানা বেগমের অভিযোগ, কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন তাদের অভিযোগ নেয়নি।
রোকসানা বেগমের মা মনজিনা বেগম জানান, আজ-কাল করে তার মেয়ের দেনমোহরের টাকা তার পিতা রহমত আলী টালবাহানা করছেন। তাই ওই টাকা উদ্ধারে তিনি অভিযোগ নিয়ে থানায় গিয়ে ছিলেন। পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে নাই।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, রোকসান বেগম তার বাবার বিরুদ্ধে একই অভিযোগ বারবার করছেন। এর আগেও দেন মোহরের টাকা উদ্ধারের জন্য পিতার বিরুদ্ধে অভিযোগ করেন মেয়ে রোকসানা বেগম।
তখন তদন্ত করে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কয়েক দিন আগে রোকসানার মা মন জিলা বেগম একই অভিযোগ নিয়ে এসেছেন। একই অভিযোগ বারবার দায়েরের চেষ্টা করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here