ভেদরগঞ্জের সখিপুরে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
113

শরীয়তপুর প্রতিনিধি : ২৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর। আজ শনিবার রাত ৩টার দিকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালার বাজার বেইলী ব্রীজের পশ্চিম পাশে ডিএমখালী পাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার সিবচর উপজেলার দ্বিতীয়খন্ড কাজী কান্দি গ্রামের -মোঃ ইনছান বেপারীর ছেলে মোঃ রাজু বেপারী (৩৪), চর কামারকান্দি গ্রামের মৃত আজিজ মাতবরের ছেলে মোঃ মঞ্জু মাতবর (৩৫) ও দ্বিতীয় খন্ড নিয়ামত কান্দি এলাকার আলতাফ মোল্লার ছেলে মোঃ হাফিজুর মোল্লা (২২)।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার কে এম শাইখ আক্তার জানান, কয়েকজন মাদক ব্যাবসায়ী ঢাকা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

বিষয়টি গোপান সংবাদ ও গোয়েন্দা নজর দারীর মাধ্যমে জানতে পেরে শুক্রবার দিবাগত রাতে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন বালার বাজার ডিএমখালী গামী পাঁকা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২৬ কেজি গাঁজাসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ডসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের সখিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here