বেদিয়া জাতিসত্তা বাংলাদেশের সরকার স্বীকৃত ৫০টির একটি আদিবাসী জাতিসত্তা। ২০২২ সালের জন-শুমারিতে বাংলাদেশে বেদিয়া জাতিসত্তার জনসংখ্যা ৭ হাজার। যদিও এই জনসংখ্যা ১৪ হাজারের বেশি। বেদিয়া জাতিসত্তার শিক্ষার হার অন্যান্য আদিবাসীদের তুলনায় অনেক পিছনে রয়েছে।
তবুও বেদিয়া শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কৃতিত্বের পরিচয় রাখছে। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ শিক্ষাবর্ষে বেদিয়া জাতিসত্তার সর্বপ্রথম একজন শিক্ষার্থী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে এবং তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
প্রতিবছর অনেক বেদিয়া শিক্ষার্থী বিভিন্ন স্তরে শিক্ষা থেকে ঝরে পরছে। এতে শিক্ষার্থীরা শিক্ষা বঞ্চিত এবং বেদিয়া জাতিসত্তার উন্নয়ন ব্যাহত হচ্ছে। বেদিয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ আজ সকাল ১১টায় রাজশাহীর জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বেদিয়া জাতিসত্তার উচ্চ শিক্ষায় অধ্যয়নরত এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী চারজন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়েছে।
বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের যুগ্ম-আহ্বায়ক সান্ত্বনা মাহাতো’র সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার মাহাতো’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট এর আহবায়ক বিভূতী ভূষণ মাহাতো।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, বেদিয়া জাতিসত্তার সদস্য উৎপল মাহাতো, অনিল মাহাতো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট এর যুগ্ম-আহ্বায়ক প্রভাষবন্ধু মাহাতো, জয়পুরহাট জেলা প্রতিনিধি সনজিত মাহাতো, নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি স্বপন মাহাতো, সংবর্ধিত শিক্ষার্থী সুবর্ণা মাহাতো, সনজিতা মাহাতো, সুমি মাহাতো প্রমূখ।