বাগেরহাটে মোরেলগঞ্জে দরিদ্র এক কৃষকের ধান কেটে দিল স্কাউটস

0
136
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের ধান কাটায় সহযো-গীতা করেছেন উপজেলা স্কাউটস এর নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১০টায় আলতিবুরুজ বাড়িয়া গ্রামের কৃষক মো. আফজাল শেখের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
দরিদ্র কৃষক আফজাল শ্রমিকের অভাবে যথাসময়ে ধানকেটে ঘর তুলতে ব্যার্থ হন। ফলে ধান শুকিয়ে মাঠেই ঝরে যাবার উপক্রম হয়েছিলো।
উপজেলা স্কাউটস কমিশনার মো. আবু সালেহ, সাধারণ সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, স্কাউট লিডার হরিচাঁদ কুন্ডু, কাব লিডার তাসনিম আহমেদ মানজার, ইউনিট লিডার ফজলুর রহমান রিপন, মশিউর রহমান মাসুম, মো. কাওছার আলী খান স্কাউটার পাপড়ি মিত্র ধানকাটা কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here