শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটে মোংলার চৌধুরী মোড়ে সংখ্যালঘুদের সু-রক্ষা ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। শনিবার সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোংলা শাখার সভাপতি মিহির কুমার ভান্ডারী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদ মোংলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার মন্ডল, পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার, মৃনাল কৃষ্ণ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত দাস, সংকর বিশ্বাস, স্বপন কুমার মন্ডল, মনি মোহন অধিকারী, হারাধন শীল, অনুপ কুমার অধিকারী প্রমূখ।
এসময় বক্তরা বলেন,এক শ্রেণীর দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যা লঘুদের আইডি হ্যাকড করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সারা দেশে গুজব ছড়িয়ে সংখ্যা লঘুদের নির্যাতন করা হচ্ছে।সংখ্যা লঘুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে।
অসাম্প্রদায়িক বাংলাদেশে এটা আমাদের কারোই কাম্য নয়। আমরা সবাই মিলেমিশে দেশটাকে স্বাধীন করেছি। আমরা সবাই শান্তিতে থাকতে চাই।