চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতণ দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচীর।
শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়স্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম ও এ্যাড. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।