Home খুলনা বিভাগ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
শেখ সাইফুল ইসলাম কবির: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগের হাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন
শেষে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, যুবলীগ আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. গোলাম কিবরিয়া তারিক সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিকল্পিতভাবে জামায়াত-বিএনপি ভাংচুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী দোষরদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।