চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলা-তুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মে-লন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। সভার শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতি-রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুররহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা প্রশাসনের এনডিসি চন্দন কর, সহকারী কমিশনার এস.এম আশিস মোমতাজ, রওশনা জাহান লিজাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলার ৩৫ জনকে সেলাই মেশিন ও ৩০ জন কে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা