ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ২০২৩ !

0
164

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ২০২৩ এবার অনুষ্ঠিত হচ্ছে ভারতে। গত ৮ জুন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গত সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসরটি। এর আগে ১৯৯৬ সালে শেষবার ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী বেছে নেওয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। ১৩০ দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

নিজেদের প্রতিভা, খেলাধুলা, জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। ভারতের পক্ষ থেকে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তমুখি, মানসী চিলার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here