বিচারপতি মানিক কারাগারে

0
18

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেনে এ আদেশ দেন। এর আগে, বিকেল ৪টা ১০ মিনিটে মানিককে আদালতে হাজির করা হয়।

আদালতে তোলার সময় মানিককে লক্ষ্য করে অনেকেই ডিম নিক্ষেপ করেন। এসময় তার ওপর কয়েকজন হামলার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আদালত সূত্র জানায়, সাবেক বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

আজ ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here