ভেদরগঞ্জে বসত বাড়ি থেকে একটি পরিবারকে উচ্ছেদ করার চক্রান্ত

0
71

ভেদরগঞ্জে চক্রান্তের মাধ্যমে একটি পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবীতে আদালতে মামলা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন পরিবারের কর্তা ইসমাইল হাওলাদার।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার ৪৫ নং পুটিজুড়ি মৌজার ৮ নং খতিয়ানের ১৩৮ নং দাগের ৯০ শতাংশ জমিতে মৃত আশরাফ আলী হাওলাদার স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর পরে সন্তান ইসমাইল হাওলাদার গং সেখানে বসবাস করেন। বর্তমানে স্থানীয় একটি কুচক্রীমহল সেই বাড়িটি দখলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত করে আসছে।

আবেদনকারী ইসমাইল হাওলাদার জানায়, এলাকার প্রভাবশালী একটি মহল সরকারী খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছে। আমাদের বসত বাড়ির সামনের জমিতে কয়েকটি ছোট ছোট দোকান ঘর নির্মাণ করে আমরা বিভিন্ন ধরণের ব্যবসা করে আসছি। সেই জমি থেকে আমাদের স্বপরিবারে বেদখল করে প্রভাবশালী একটি মহল তাদের জমির পরিধি বৃদ্ধির চক্রান্ত করে চলছে।

উপায়ন্ত না দেখে প্রথমে দেওয়ানী আদালতে মামলা করি। এবার জেলা প্রশাসকের সহায়তা চেয়ে আবেদন করেছি। আইনী সহায়তা পেলে আমাদের বসত ভিটাটি চক্রান্তের হাত থেকে রক্ষা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here