‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন’

0
200

আজ ১৬ ডিসেম্বর ২০২৩। বিজয় লাভের ৫২ বছর। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বীর বাঙালি।

বিজয়ের ৫২ বছরে দেশে আনন্দের বন্যা বইছে। বিদেশে বসে সেই আনন্দে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

জাতীয় ক্রিকেট দল এখন নিউ জিল্যান্ডে। রোববার থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে। শনিবার দলের অনুশীলনের আগে জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন।

সকলকে জানিয়েছেন, বিজয়ের শুভেচ্ছা।বিজয়ের ৫২ বছরে দেশে আন-ন্দের বন্যা বইছে। বিদেশে বসে সেই আনন্দে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

জাতীয় ক্রিকেট দল এখন নিউ জিল্যান্ডে। রোববার থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সীমিত পরিসরের সিরিজ শুরু হবে। শনিবার দলের অনুশীলনের আগে জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন।

সকলকে জানিয়েছেন, বিজয়ের শুভেচ্ছা।দলে ফেরা আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।

দলের ম্যানেজার নাফিস ইকবাল লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সাকিব আল হাসান সাত সকালেই ছুটেছেন নিজের বাড়ি মাগুরা।

কিছুদিন পরই শুরু হবে তার রাজনৈতিক ব্যস্ততা। ফেসবুকে সাকিব বিজ-য়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক।

এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

তামিম লিখেছেন, মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

মাশরাফি লিখেছেন, ও পৃথীবি এবার এসে বাংলাকে নেও চিনে——ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং আড়াই লক্ষ সম্ভ্রম হারানা মা বোনদের বীরত্বে অর্জিত এই বাংলাদেশ।

আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here