বিজয় দিবস উপলক্ষে ইবিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

0
210
ইবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১ টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কর্ণার উদ্বোধন করেন।
জানা যায়, বঙ্গবন্ধু ও দেশ সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দিতে দেশরতœ শেখ হাসিনা হলের উদ্যাগে এই বঙ্গবন্ধু কর্নার তৈরী করা হয়। যেখানে প্রাথমিক ভাবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত প্রায় আড়াইশ বই রাখা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে এই কর্নারের উদ্বোধন করা হয়।উদ্বো-ধন অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড সাঈদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের গঠন, পঠন সহ দেশের ইতিহাস জানতে এই বঙ্গবন্ধু কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমরা যদি বেইমান না হই তাহলে অবশ্যই বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here