প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে কঠিন টার্গেট দিল অস্ট্রেলিয়া৷ আজ রবিবার এসসিজি-তে প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেটে ১৯৪ রান তুলল অজিবাহিনী৷ প্রথম ম্যাচে ভারতের কাছে ১১ রানে হেরেছে অস্ট্রেলিয়া৷ তাই আজ সিরিজ বাঁচানোর লড়াই অস্ট্রেলিয়ার৷
টস জিতে এদিন ভারতকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এদিন চোটের জন্য অ্যারন ফিঞ্চ খেলেননি৷ ফিঞ্চ না-থাকায় অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড৷ফিঞ্চের পরিবর্ত হিসেবে দলে ঢোকেন অল-রাউন্ডার মার্কাস স্টওনিস৷
ফিঞ্চ না-থাকায় এদিন অজি ইনিংস শুরু করেন ম্যাথু ওয়েড ও জার্স শর্ট৷ প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অজি ক্যাপ্টেন৷ প্রথম ওভারেই দীপক চাহারের বিরুদ্ধে ১৩ রান নিয়ে দারুণ শুরু করেন ওয়েড৷ ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অজি ব্যাটসম্যানরা৷ মাত্র ২৫ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি করেন ওয়েড৷ শেষ পর্যন্ত ৩২ বলে ৫৮ রান করে রান-আউট হন ওয়েড৷
ওয়েডের ব্যাটিং দাপটে পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫৯ রান তোলে অস্ট্রেলিয়া৷ তবে অস্ট্রে লিয়ার প্রথম উইকেটের পতন হয় ইনিংসের পঞ্চম ওভারে৷ ভারতকে প্রথম ব্রেক-থ্রু দেন টিম নটরা জন৷ ব্যক্তিগত ৯ রানে শর্টকে ফেরান তিনি৷ তারপর ওয়েড ফেরেন রান-আউট হয়ে৷ ৩২ বলে ৫৮ রান করেন তিনি৷ এরপর অজি ইনিংসের হাল ধরেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল৷
ওয়ান ডে সিরিজের মতো এদিন আক্রমণাত্মক শুরু করেন ম্যাক্সওয়েল৷ কিন্তু তাঁকে বড় ইনিংস খেলার আগেই ফেরান শার্দুল ঠাকুর৷ ১৩ বলে দু’টি ছক্কা-সহ ২২ রানে আউট হন ম্যাক্সি৷ তারপর মোজেস হেনরিকে ও স্মিথ অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যান৷ কিন্তু হাফ-সেঞ্চুরির ঠিক আগেই স্মিথকে ডাগ-আউটে ফেরান যুবেন্দ্র চাহাল৷ সেই সঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হন এই লেগ-স্পিনার৷ ৫৯টি উইকেট নিয়ে ধরে ফেলেন জসপ্রীত বুমরাহকে৷
ব্যক্তিগত ৪৬ রান করে আউট হন স্মিথ৷ তবে ভয়ংকর হয়ে ওঠা হেনরিকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দু’শোর আগে থামান নটরাজন৷ ১৮ বলে ২৬ রান করেন তিনি৷ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া ২৯ বছরের এই বাঁ-হাতি পেসার নটরাজন এদিনও দারুণ বোলিং করেন৷ ৪ ওভারে মাত্র মাত্র ২০ রান খরচ করে দু’টি উইকেট তুলে নেন৷ প্রথম ম্যাচে বল হাতে নায়ক চাহাল এদিন মার খান৷ চার ওভারে ৫১ রান দেন তিনি৷