বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ১৭ শিক্ষক !

0
249
ইবি প্রতিনিধি: বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৭ জন শিক্ষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ কর্তৃক বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়। যেখানে দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষকের নাম রয়েছে।
জানা যায়, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে একটি র‌্যাংকিং তালিকা প্রকাশ করা হয়। যেখানে বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এবার এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। যার মধ্যে ইবির ১৭ জন শিক্ষক রয়েছেন।
তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন, আতিকুর রহমান, এস এম মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, আবুহেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজজামান খান, এম ডি রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মো. মনিরুজ্জা মান, কে এম এ সুবহান, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, আহসানুল হক ও এম মনজুরুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here