Home অপরাধ জগত বৃষ্টির পানি ঘরের বারান্দায় পড়ার কারণে ঝিনাইদহে প্রতিবেশীকে কুপিয়ে জখম!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- বৃষ্টির পানি ঘরের বারান্দায় পড়ার অজুহাতে ঝিনাইদহ পৌর এলাকার ছোট কামারকুন্ডু গ্রামে আশানুর রহমান নামে এক ট্রাক ড্রাইভারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আশানুর ছোট কামারকুন্ডু গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আশানুর ও তার খালাত ভাই মিজান হোসেন পাশাপাশি ঘরে বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে আশানুরের টিনের চালের পানি পড়ে মিজানের বারান্দার।
বৃষ্টির পানি কেন তার ঘরের বারান্দায় পড়ছে এমন প্রশ্ন করে আসানুরের সঙ্গে মিজান তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মিজান ও তার ছেলে ঘর থেকে রামদা বের করে আশানুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
মুমূর্ষু অবস্থায় আশানুরের স্ত্রী রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ঝিনাইদাহ সদর থানার একদল পুলিশ হাসপাতালে আহত আসানূরের জবানবন্দি গ্রহণ করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।