শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতা উজ্জ্বল পাটোয়ারী করোনায় কর্মহীন দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার সিন্দূর্না ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন। ঈদ উপহার সামগ্রী প্রত্যোকটা প্যাকেজে ছিলো চিনি, লাচ্চা, দুধ, মুড়ি, কিচমিচ ও বাদাম।
লালমনিরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল নিজ অর্থায়নে ঈদ উপহার প্রদান করা হয়। উজ্জ্বল পাটোয়ারির পক্ষ থেকে এই সব ঈদ সামগ্রী বিতরন করেন সিন্দূর্না ইউনিয়নের বিএনপি নেতা ডাঃ আক্তার হোসেন তুষার।