বকুল তলা !

0
90

যা ছিল মোর
জীবনের কথা,
কল্পলোকের গল্প আজ
-শুধুই ব্যাকুলতা।।

কামনা-বাসনা ছিল যা
তৃষিত বুকে,
দারুন বাস্তবতা
-তা দিয়েছে রুখে।।

বিশ্বাস ছিল যাতে
অগাত-আমরণ,
বিনে সূতোর ফুড়ি’তা
-শুধুই অকারণ।।

বিষন্ন বিভূঁই আজ
রিদমের সুর,
দুর্গম গিরি পথ
-দূর বহু দূর।।

আজ নগ্নতায় দেহ মন
অধর-অথৈই,
সিনানের সূচীতায়
-সদা চেয়ে রই।।

ক্ষণে ক্ষণে পড়ে মনে
সেই, বকুলের তলার
সান-বাধানো ঘাট,
আদর-সোহাগে কাটতো
-কত দিবস-রাত।।

দুটি হৃদয় কাছে এসে
তুমি-আমি ভালবেসে
বিগত হয়েছে
-কত মিলন-মালঞ্চ ।।

বলে ছিলে আরো-
অনিন্দন সাধ প্রিয়,
বুকে বুক রাখি-
জীবন যাবে, যা-আছে
-কাল-বাকী।।

তারপর অচেনা
এক দৈব হাওয়া এসে,
বানের স্রোতে
-তুমি গেলে ভেসেঁ।।

দিন গেল, মাস গেল
অচেনা হলে তুমি,
একাকিত্বের ধারাপতে
-বেঁচে রইলাম আমি।।

বহুকাল বহুযুগ
দিলে উপহার,
তারপর দ্রোপদির রুপ
-ফিরিলে আবার।

ভেঙ্গে গেল ধ্যান
মোর-ছিল যা আশা,
বদির-বিপন্ন আমি
-কেড়ে নিলে ভাষা।।

বন্ধু, সেই থেকে
বড় বিষ, বড় জ্বালা-এই বুকে
বলে যাই সব
-যাহা আসে মুখে।।

আজও বন্ধু, তোমাকে
হেরি-নেশার ঘোরে,
অকথা- ছাই মাথা
-বলি, পাড়া জুড়ে।।

বিনয়-মিনতি, বন্ধু
রইল- তোমা দ্বার
মাতালের এই বুলি,
কর্ণে তুলি, নিও না আর।।

ফিরে এসে,অলি-গলি
রাখিও পদ ধূলি,
-যদি মনে চায়,
হারানো সেই বকুল তলায়।।

মোহাম্মদ নজরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here