বল্লমের আঘাতে নারীসহ দুইজন নিহত, গ্রেফতার ৩

0
181

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী আওয়ামীলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়ি ভাংচুর ও মারপিটের পর সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বল্লমের আঘাতে সুফিয়া খাতুন (৫৫) নামে এক নারী ও মকলেছুর রহমান ওরফে পাইলট (৫০) নিহত হয়েছেন। সুফিয়া ভাটবাড়িয়া গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী। অন্যদিকে পাইলট বৃত্তিপাড়া গ্রামের মৃত আনসার খন্দকারের ছেলে।

সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোমবার সকালে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন ও আওয়ামীলীগ নেতা জুলফিকার কায়সার টিপু গ্রুপের সংঘর্ষে সুফিয়া খাতুন নিহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও কাতলাগাড়ি বাজার দখলকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বাজার সংলগ্ন কৃষ্ণনগর, কৃত্তিনগর-ভুলুন্দিয়া, ব্রক্ষ্মপুর, পুরাতন বাখরবাসহ বিভিন্ন গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া এক তরফা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার কাতলাগাড়ি গরুর বাজার দখল করার জন্য চেয়ারম্যান গ্রুপের দলীয় সমর্থকরা বিভিন্ন গ্রামের মত ভাটবাড়িয়া গ্রামেও কর্মী চাঙ্গা করতে তৎপর থাকে। সোমবার সকাল ৭টার দিকে টিপু গ্রুপের সমর্থক জালাল উদ্দিনের বাড়ি-ঘরে প্রতিপক্ষ মামুন গ্রুপের লোকজন হামলা চালায়। অতর্কিত হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে জালাল উদ্দিনের ছেলে সাগর, বিল্লাল, আকবর আলির ছেলে জাহিদুলসহ বেশ কয়েকজন আহত হয়।

এ সময় ভাটবাড়িয়া গ্রামের উভয় পক্ষে বেশকিছু বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করা হয়। বর্তমানে এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গত গত বৃহস্পতিবার সকালে সারু টিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকরা বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের কর্মীদের বাড়ীতে হামলা চালায়।

হামলায় ১৫টি বাড়িঘর ভাংচুর ও ৭ জন আহত হয়। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুত্বর আহত মকলেছুর রহমান ওরফে পাইলটকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাটবাড়িয়া গ্রামসহ কাতলাগাড়ি বাজার এলাকায় প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট নামে আরেকজন মারা গেছেন বলে শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here