বরগুনায় চ্যানেল আই এর জন্মদিন পালন !

0
168
মল্লিক মো জামাল বরগুনা প্রতিনিধিঃ- “হৃদয়ে বাংলাদেশ” স্লোগানে প্রচারিত চ্যানেল আই। সারা দেশের ন্যায় বরগুনা জেলায় পালিত হয়েছে চ্যানেল এর জন্মদিন।
চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে ২২ বছর কাটিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন করা হয়।
এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্র বার বেলা ১১ টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন- জেলা প্রশাসক হাবিবুর রহমান।
চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি শামসুদ্দিন খান শানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য করেন- বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম টুকু, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, চ্যানেল আই এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু।
এসময় চ্যানেল আই দর্শক ফোরামের সাধারণ সম্পাদক তারিক বিন আনসারী সুমন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল করিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ বক্তব্য করেন।
বক্তারা তাদের বক্তব্যে চ্যানেল আইয়ের সুন্দর পরিবেশনা ও দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আরো সমৃদ্ধমন্ডিত হবে বলে আশা রাখেন। সেই সাথে চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here