বুড়িমারী স্থলবন্দরে গাড়ি পার্কিংয়ের চার্জ দ্বিগুণ করার প্রতিবাদে চলছে বিক্ষোভ

0
315
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা। হঠাৎ করে বুড়িমারী স্থলবন্দরে গাড়ি পার্কিংয়ের চার্জ দ্বিগুণ করার প্রতিবাদে এ বিক্ষোভ করছে তারা। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থলবন্দরের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা। দুপুর সোয়া ১টা পর্যন্ত তা চলছে।
বিক্ষোভকারী ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জানান, পণ্য আনলোড-ডাউনলোড করতে আগে বুড়িমারী স্থলবন্দরে পার্কিং চার্জ গাড়ি প্রতি ৩শ টাকা করে দিতে হতো। শনিবার (২২ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই সেই পার্কিং চার্জ গাড়ি প্রতি ৬শ টাকা করে আদায় করে বন্দর কর্তৃপক্ষ। এ কারণে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা। বিক্ষোভ থামাতে চেষ্টা অব্যাহত রেখেছে বন্দর কর্তৃপক্ষ।
তবে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম জানান, চালকরা পণ্য ওঠা-নামা করতে বিলম্ব করে। এটা দ্রুত সরানো নিয়ে একটু ঝামেলা হয়েছে। তাই ওই ঝামেলা মেটানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ বাড়ানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here