নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: বন্দরে শীতলক্ষা নদীতে ড্রেজিং করার সময় স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ সেলিম ও তার ছেলে সোহাগকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মোস্তফা কামাল। ১১ ফেব্রুয়ারী শীতলক্ষা নদী তে ড্রেজিং করার সময় স্থানীয় সন্ত্রাসীরা কন্টেকটার চাঁন মিয়ার কাছে চাঁদা দাবি করে চাঁদার টাকা না পেয়ে ৫টি ড্রেজারে ও ৩টি ড্রাম ট্রাকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ড্রেজার শ্রমিক ও ড্রাম ট্রাক চালকসহ কমপক্ষে ৫ জন গুরুত্বর আহত হন।
সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চাঁদা দাবির ঘটনায় বিআইডব্লিউটিএ বাদী হয়ে চাঁদা বাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ নৌ থানায় মামলা দায়ের করেন মামলা নং ১৭(২)২২।
এ ব্যাপারে ব্যবসায়ী চাঁন মিয়া গনমাধ্যমকে জানিয়েছে, টেন্ডারের মাধ্যমে বিআই ডব্লিউটিএ কাছ থেকে শীতলক্ষা নদী ড্রেজিং এর কাজ নিয়ে দীর্ঘ দিন ধরে আমি নদী খনন কাজ করে আসছি। নদী খননের কাজ শান্তিনগর এলাকায় আসলে ওই এলাকার চিহিৃত ভ’মিদৎসু সেলিম ও তার ছেলে সোহাগসহ অজ্ঞাত ১০/১৫ জন আমার কাছ থেকে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে ভ’মিদৎসু সেলিমের র্নিদেশে তার ছেলে সোহাগ, একই এলাকার মৃত মধু মিয়ার ছেলে দিপু, মৃত রফিক মুন্সির ছেলে আলামিন, একই এলাকার সিফাত ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা ৪০/৫০ জন দুঃস্কুতি কারি লাঠী সোটা ও লোহার পাইপ ও লোহার রডসহ ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মায়ের দোয়া, সামিয়া জুবায়ের, নবীজির দোয়া, বাইতুল মোকাদ্দেস ও সামিয়া টু নামে ৫টি ড্রেজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে নগদ ১ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ছাড়াও হামলাকারিরা ঢাকা মেট্রো ট ২৪-৪৫২৬ ও ঢাকা মেট্রো ড ১২- ৩৯৭৯সহ তিনটি ড্রাম ট্রাক ব্যাপক ভাংচুর করে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ড্রেজার শ্রমিক ও ট্রাক চালকসহ কমপক্ষে ৫ জন গুরুত্বর আহত হয়।