Home খেলাধূলা চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন !
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ৪ দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ (বালক) হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) একেএম তাজকির-উজ-জামান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আজমাল হোসেন, সদস্য বাবুল হোসেন, জেলা সাঁতার কমি-টির সম্পাদক বদিউজ্জামান, জেলা ক্রীড়া অফিসের প্রধান সহকারী মোঃ জহুরুল হক জনিসহ অন্যরা।
‘সুস্থ দেহে-সুস্থ মন’ প্রতিপাদ্যে বার্ষিক ক্রীড়া কর্মসুচী (২০২০-২০২১)’র এর আওতায় প্রতিযো-গিতায় অংশগ্রহণ করে ৪টি দল। দলগুলো হচ্ছে-আলীনগর ক্লাব, পাঠানপাড়া কøাব, মিতালী সংঘ ও পাইওনিয়ার ক্লাব।
জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান মিঠু’র সঞ্চালনায় উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে পাঠানপাড়া ক্লাব ও পাইওনিয়ার ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব ২৬-১৪ গোলে পাঠানপাড়া ক্লাবকে পরাজিত করে।