চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ২ দিন পর শিশু সিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নাচোল উপজেলার মল্লিকপুরে সিফাতের লাশ উদ্ধার হয়। এর আগে ১৬ জুন দুপুরে ভোলাহাট উপজেলার পোলা ডাঙ্গার নিমগাছি এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিশু সিফাত।
বিষয়টি নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিখোঁজের দিন দুপুর থেকে ডুবুরিসহ সিফাতের পরিবারের লোকজন খুঁজতে থাকে।
তবে পরের দিন ডুবুরিদল উদ্ধার কাজ বন্ধ করে দিলেও পরিবারের লোকজন উদ্ধার কাজ চালিয়ে যায়। শেষে শনিবার সকালে মল্লিকপুরে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনসহ পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।