র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

0
172
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ র‌্যাব ৫ এর পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযান চালায় র‌্যাব ৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
অভিযানে গ্রেফতার হয়, অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ছোট বংশপুর গ্রামের মোঃ সেন্টু মিয়ার ছেলে মোঃ সনি ইসলাম (২৯), শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের মৃত দারুল ইসলামের ছেলে মো. আবু রায়হান আলী অরফে হিটলার (৩০) ও মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ লিটন আলী (২৩) ও একই ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের মো. আবু বকরের ছেলে মোঃ আবুল কালাম (৩৮)।
সোমবার রাত পৌনে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন একলাসপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী সনিকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
অপর অভিযানে সোমবার রাত ১০টায় জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের বালুচর কটুবাজার এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা মাদক ব্যবসায়ী মো. আবু রায়হান আলী অরফে হিটলার, মোঃ লিটন আলী ও মোঃ আবুল কালাম কে।
র‌্যাবের পৃথক প্রেসনোটে অভিযানে অস্ত্র, গুলি ও ফেন্সিডিলসহ ৪ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। পৃথক ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথকভাবে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here