চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে পোলাডাংগা সীমান্ত থেকে ১ কেজি ১৫০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন এক প্রেসনোটে বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ জানুয়ারি আনুমানিক রাত সোয়া ২টার দিকে চাঁপাই নবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাতলী ইউনিয়নের সামছুপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১৫০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর বলেও জানান ৫৩ বিজিবি অধিনায়ক।