চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘মাদল’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে শহীদ মিনারের সামনে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু।
মাদল শব্দের অর্থ ‘বাদ্যযন্ত্র’। মাদল বইটি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, লেখক-গবেষক, সাংবাদিক, নাট্যজন, সমাজকর্মী ও উন্নয়নকর্মীর লেখা ছাপানো হয়েছে।
এটি উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের প্রকাশানা। এ বইটিতে আদিবাসীদের জীবনযাত্রা, ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস, আনন্দ-বেদনার কথা, সরকারের কাছে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তির কথাসহ অনেক বিষয় ফুটে উঠেছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবসের ও মাদল বইয়ের মোড়ক উম্মোচনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের জেলা কমিটির সভাপতি কর্নেলিউস মুরমু, আদিবাসী মহিলা নেত্রী কুটিলা রাজোয়াড়, মনোরঞ্জন টুডু প্রমুখ।
এর আগে ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে] জেলা শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে র্যালি বের হয়। এসময় আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পোষাক পরে এবং মাদল, লকড়া বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারী কলেজে এসে র্যালিটি শেষ হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়নস কবির, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহসহ আরো অনেকে।
বক্তারা বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসাবে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের বেগম ফজিলাতুন্নেসার অবদানকে স্মরণ করেন পরে ৭ জন মহিলাকে স্বাবলম্বী করার লক্ষ্যে সাতটি সেলাই মেশিন এবং তিনজন মহিলা কে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।