চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত মরদেহ উদ্ধার !

0
65

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শেখ টোলার একটি আমবাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ আগষ্ট) ভোরের কোন একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাজাহান আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ আঞ্চলিক সড়কের পাশে শেখটোলার একটি আম বাগানে এক বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ ঝুলছিল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহটির আম গাছের সবচেয়ে নিচের ডালের সাথে ঝুলানো ছিল এবং দুই পা মাটিতে ঠেকে ছিল।

স্থানীয় আরো কয়েকজন ব্যক্তি জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে কে বা কারভ ওই ব্যক্তিকে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, আম-বাগান থেকে একটি ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here