চাঁপাইনবাবগঞ্জে এক প্রতারক’ গ্রেফতার !

0
284

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক প্রতারক কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক প্রতারক জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শাহানবান্ধা গ্রামের মৃত ফরিজ উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৪)।

তবে বর্তমানে শরিফুল বর্তমানে রাজশাহীর বোয়ালিয়া থানার বর্ণালীর মোড় দড়ি-খরবুনার জনৈক লুৎফর রহমানের বাসায় ভাড়া থেকে বাস করেন।

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলমপুর এলাকা হতে চাকুরী দেয়ার নামে প্রতারনাকারী চক্রের এক জনকে ভূয়া এ্যাপয়েন্টমেন্ট লেটারসহ প্রতারক শরিফুল ইসলাম কে আটক করা হয়।

এসময় ২টি ফাঁকা চেকের পাতা, একটি স্ক্রিন টাচ মোবাইল, ২টি সীমকার্ড এবং নগদ টাকা ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথেসংঘবদ্ধ ভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here