চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদ-

0
66

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় মো. তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে। আদালত অস্ত্র আইনে ১০ বছর ও বিস্ফোরক মামলায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় জনৈক আলমের টিনের ঘরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গান পাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।

এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়। ‌র‌্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদী শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় চাঁপাই নবাব গঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here